জামালগঞ্জ প্রতিনিধি::
কেন্ত্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, বাস্তুহার দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্ধের প্রাণবন্ত উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সড়কে র্যালি শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তুলে।
উপজেলা বিএনপির অস্থায়ী কর্যালয়ে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো: আব্দুল মুকিত মাষ্টার। শ্রমিকদল নেতা মো: আবুর লেইছ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মোক্তার হোসেন তালুকদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, শাহ্ মো: শাহজাহান মিয়া, আখতারুজ্জামান তালুকদার, আজাদ হোসেন বাবলু, ছাত্র নেতা মোনায়েম হোসেন, মিনহাজ, বাস্তুহারা দলের নেতা মো: লিয়াকত আলী প্রমুথ।