জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে গত ৩১ অক্টোবর অনুষ্টিত পুনঃ নির্বাচনে পরাজিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি গতকাল বুধবার দিনব্যাপী বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুরে ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ কালে আব্দুল গনির সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা যুব লীগের অন্যতম সদস্য লুৎফুর রহমান নাঈম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য মিজান মিয়া, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি সাবেক মেম্বার ফিরোজ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শামীম আহমদ সেন্টু, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মরম আলী, শ্রমিক লীগ সহ সভাপতি শিরুল হক, যুবলীগ সভাপতি কাজী শামসুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন,ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হেকিম,মিজান মিয়া, ইউপি যুব লীগ নেতা মনির হোসেন প্রমুখ।
কৃতজ্ঞতা প্রকাশ কালে আব্দুল গনি ভোটারদের উল্ল্যেখ করে বলেন, নির্বাচনে জয় পরাজয় আছেই। আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা আমাকে দুইবার ভোট দিয়ে এ পযন্ত এনেছেন। আমি আপনাদের সুখ -দুঃখে পূর্বে যেমন ছিলাম এখন তার ছেয়েও বেশি থাকব।