জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে ১০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এ বারের জেএসসি ও জেডিপি পরীক্ষায় মোট ৪ হাজার ৬শত ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৮শত ৮। ছাত্র সংখ্যা ১ হাজার ৬শত ৪৮ ও ছাত্রী সংখ্যা ২ হাজার ১শত ৬০ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিল ৭৩ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডে ২টি কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮শত ৪৬ জন। এর মধ্যে ছাত্র ৪শত ৬২ ও ছাত্রী সংখ্যা ৩শত ৫২ জন। এর মধ্যে অনুপস্থিল ছিল ৩২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এ উপজেলায় এ বছর ৩টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী মোট সংখ্যা ছিল ৪ হাজার ৬শত ৫৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১০৫ জন শিক্ষার্থী।