সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি করা করা হয়েছে। মঙ্গল বার দুপুরে স্থানীয় ইউপি হল রুমে ইউনিয়ন পরিষদ আয়োজনে ওই কমিটি গঠন করা হয়। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এবং বিধি সমুহের আলোকে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি সমুহ গঠন/পূর্নঃ গঠন করা হয়। সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম’র সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল হান্নান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, (অবসর প্রাপ্ত) শিক্ষক গোল আহম্মদ, দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহইউপি সদস্যা সুহেনা আক্তার, হুসনে আরা, রাবিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, মো. হারুক মিয়া, মো. আলাউদ্দিন, গোলাম আহাদ, এনামুল হক পাঠান, আতাউর রহমান, মো. মানিক মিয়া, মনোয়ার হোসেন, ছমির উদ্দিন, সাচনাবাজার ইউসি শেলী রানী রায় প্রমুখ। স্থায়ী কমিটি গুলো হল অর্থ ও সংস্থাপন, হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ, কর নিরুপন ও আদায়, শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি মৎস্য ও পশু সম্পদ এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মুলক কাজ, পল্লী অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষন, আইন শৃঙ্খলা রক্ষা, জম্ম মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন পানি সরবারাহ পয়ঃনিস্কাশন, সমাজ কল্যাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপন, পারিবারিক নিরোধ নিরোসন নারী শিশু কল্যাণ, সংস্কৃতি ও খেলা ধুলা বিষয়ক কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও নারী পুরুষ অংশ গ্রহণ করেন।