রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুরের জঙ্গিবাদ নারী রাজধানীর ঢাকায় গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ওই নারীর সুলতানা বেগম ওরফে আক্তার কচি (২৬)। সোমবার দুপুরে র্যাব-১০ এর প্রেরিত তাহিরপুর থানায় এক বার্তায় গ্রেফতারকৃত নারী জঙ্গির ভাষ্য অনুযায়ী তার গ্রামের ঠিকানা হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র গ্রাম্য পশু চিকিৎসক আবুল কাশেমের স্ত্রী। এ তথ্য সঠিক কি না তা যাচাই বাছাইয়ের জন্য তাহিরপুর থানা অফিসার ইনচার্জ এর নিকট র্যাব এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর প্রেরিত বার্তার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকায় র্যাবের হাতে গ্রেফতারকৃত জঙ্গি মহিলার সঠিক তথ্য উপাত্ত যাচাই করার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে।