মাহবুব আলম, ছাতক থেকে::
ছাতক উপজেলা ছাত্রলীগের আয়োজনে রবিবার বিকালে স্থানীয় ধারণ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা এবিএম পলাশের পরিচালনায় ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার. সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু কৃপেশ চন্দ. ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম.সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এস এম সাকি. ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা রাজীব আহমদ.লুত্ফুর রহমান লিটন .সায়েস্তা তালুকদার রবি.শাহিনুর রহমান .মনসুর আহমদ.গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলু .সাইদুর রহমান আকরামুল .হুছাইন আহমদ পাশা.কাওসার আহমদ.কামরান আহমদ .জামিল হোসেন. শাকিল আহমদ. সাগর আহমদ.শাফি.মামুন আহমদ . আহাদ আহমদ .লিপন আহমদ সাইফ উদ্দিন.শেখ ফরিদ মইনপুর জনতা কলেজ ছাত্রলীগ নেতা মুস্তাকিম আহমদ. করিম আহমদ.অদুদ আলম.মাজহারুল ইসলাম সুমন. সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে চলছে। জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এই সংগঠন।
তিনি আরো বলেন, ছাত্রলীগ সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ সংগঠন। বহিরাগত অনুপ্রবেশে কেউ যেন এ সংগঠনের কোন ক্ষতি করতে না পারে সেদিকে ছাতক উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সতর্ক থাকার আহ্বান জানান।