জামালগঞ্জ প্রতিনিধি:-
জামালগঞ্জ-সাচনা পরিবেশক সমিতির দুই বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় সাচনা নতুন বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে গুরু দাস পালের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পরিবেশক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। টনিক বনিক (স্কয়ার টয়লেট্রিজ লি:)কে সভাপতি, আকবর হোসেন (মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ফ্রেশ) কে কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রনবেশ শর্মা চৌধুরী (বনফুল,নিশিতা), মো: নূরুজ্জামান (এডিবল ওয়েল রুপচাদা), সহ-সাধারন সম্পাদক আনহারুল আম্বিয়া পাবেল (আবুল খায়ের কোং, আকিজ ফুড ও ফিজা), কোষাধক্ষ্য সমর কৃঞ্চ তালুকদার (প্রান গ্রুপ-প্যারাসুট), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (প্রান), প্রচার সম্পাদক আবুল কাশেম (স্টার লাইন প্রান), দপ্তর সম্পাদক কবির হোসেন (কিশোয়ান, প্রান, অমৃত)।
কমিটিতে কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য করা হয়েছে গুরু দাস পালকে ( প্রান গ্রুপ ও সানলাইট), গোবিন্দ তালুকদার (পুষ্টি) পরিতোষ রায় চৌধুরী (বাধন ফুড), জয় তালুকদার (হক) স্বরজিত তালুকদার স্বপন, (ইফাদ), শীতেশ তালুকদার (নবেলটি-ভরসা)