1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা ভাষাসৈনিক ও জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ আজ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্চ ভর্তি পরীক্ষা শুরু পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী

সুনামগঞ্জে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে ঘোষণা দিয়ে শ্রমিক মালিকদের পরিবহন ধর্মটের ডাক

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০১৯, ৩.২৫ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার রাত আড়াইটায় সুনামগঞ্জ শহরের পৌর বিপণীস্থ মালিক, শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে নেতৃবৃন্দ সরকার ও জনগণকে হুমকি দিয়ে এই ভোগান্তির ঘোষণা দিয়ে শ্রমিকদের সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদের ডাক দেন।
উল্লেখ্য গণদাবির প্রেক্ষিতে সুনামগঞ্জ সিলেট সড়কে আজ ৩ জুন সোমবার থেকে বিআরটিসি বাস চলাচল করার কথা। দীর্ঘদিন ধরে লক্ষরঝক্ষর বাস ও পরিবহন মালিক শ্রমিকদের দৌড়াত্ন্য ও জিম্মিদশা থেকে বের হতে বিআরটিসি বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন জেলার সর্বস্তরের জনতা। সরকার জনগণের দাবি মেনে নেওয়ার খবর পেয়েই সাধারণ মানুষ ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আগ্রাসী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিকরা। সভা করে ঘোষণা দিয়ে এমন গণবিরোধী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সুধীজন। তারা আইন শৃঙ্খলা বাহিনীসহ জণগনকে মালিক শ্রমিকদের প্রতিরোধের আহ্বান জানান।
সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি মোজাম্মেল হক বলেন, বিগত ৫০ বছর যাবৎ সিলেট-সুনামগঞ্জ সড়কে আমরা যাত্রী সেবা দিয়ে আসছি, ইতিমধ্যে আমরা আমাদের বাসের মানও উন্নত করেছি। আমাদের সঙ্গে আলোচনা না করেই অভ্যন্তরীন সড়কে বিআরটিসি বাস চলাচলের উদ্যেগ নেয়া হয়েছে। এই সড়কে বিআরটিসি বাস চলাচরের কারণে মালিক, শ্রমিকদের অনেক ক্ষতি হবে। আমরা এর প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে কর্মবিরতির ঘোষণা করেছি। আমাদের দাবি, বিআরটিসি বাস চলাচলের যে উদ্যেগ নেয়া হয়েছে তা বন্ধ করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত।
এর আগে রবিবার রাতে সুনামগঞ্জ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআরটিসি বাস চলাচলের উদ্যেগ নেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির অত্যাধুনিক বাস সার্ভিস উদ্বোধন করা হবে।
সুনামগঞ্জ যাত্রী সংহতির সমন্বয়ক সাংবাদিক শামস শামীম বলেন, সুনামগঞ্জের মালিক শ্রমিকরা সরকারি সিদ্ধান্তের বিরোধীতা করেছে বৈঠক করে। গণদাবির বিরুদ্ধে গিয়ে তারা রাষ্ট্র সরকার ও জনগণের বিরুদ্ধে সাহস দেখিয়ে গণপরিবহন প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই কর্মবিরতির ঘোষণা দিয়ে তারা সাহসের জানানই দেয়নি, সড়ক তাদের নিজস্ব সম্পত্তি দাবি করেছে এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করা দরকার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!