স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল চেম্বার অব কমার্সের ভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে ইকবাল আল আজাদ, আবুল হোসেন ও মনসুর আলম।
৪১ সদস্য বিশিষ্ট ওই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন প্রমুখ।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার নেতাকর্মীরা। তারা যুবলীগের আদর্শ বাস্তবায়নে নেতৃবৃন্দকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।