দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ এবং কেয়ার বাংলাদেশের সহযোগীতায় উপজেলা প্রাঙ্গন থেকে র্যালি শুরু করে বাজার প্রদক্ষিন করে পরিষদের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশ দিরাই উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমানের পরিচালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মিয়া, কৃষি কর্মকর্তা মাজেদুল হক, জন স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ।