স্টাফ রিপোর্টার::
রবিবার দুপুরে র্যাব-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকা থেকে এক অপহৃতাকে উদ্ধার করেছে।
উপজেলার আমলাবাদ গ্রামের জনৈক আব্দুল কাদের মিয়ার বাড়ি থেকে অপহৃত মোছাঃ সুরমা বেগম (১৭) কে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় সিলেট এয়ারপোর্ট থানার মামালা নং-০২, তারিখ ১৬/০৯/২০১৬ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী -২০০৩) এর ৭/৩০ ও অপহরণকারী আসামী- মোঃ নাঈম মিয়াকেও আটক করা হয়। পরে তাকে সিলেট পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।