স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দাগাও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে গুলাগুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কান্দাগাও গ্রামের আখলুস মিয়ার ভাতিজা জিলু মিয়ার সাথে একই গ্রামের ফয়ছল মিয়ার ভাতিজা আবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ছয় রাউন্ড গুলি ছুঁড়া হয়। সংঘর্ষে গুরতর আহত আকলিছ মিয়া (৪০), সেলিম আহমদ (২৮), ও সমছু মিয়া (৬০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে রংমালা বিবি (৪৫), রশিদুল হক (২৮), নুরেছা বেগম (৫০), জয়নাল মিয়া (৩৫)সহ কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী দেওয়া হচ্ছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।