দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে আব্দুল করিম হত্যা কান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার বিকালে উপজেলার আছিরনগর কান্দাগাঁও মাদরাসা মাঠে বিক্ষোভ মিছিল শেষে নান্টু মেম্বার ও হাবীবুর রহমানের যৌথ পরিচালনায় ও মাওলনা আব্দুর রহিমের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, মুসলেহ উদ্দিন, আব্দুল মজিদ, লোকমান মাস্টার, ছিদ্দিক আলম, সোবহান মাস্টার, আং রাজ্জাক, হোসাইন আহমদ, ওলিউর রহমান, সোনা মিয়া, হাফিজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, আং মজিদ, ফারুক আহমদ, মিলন খাঁন, নিহতের বড় ভাই আং রহিম, বশির, ছাত্তার, রতন মিয়া, মুকিত মিয়া,আলমগীর প্রমুখ। এসময় বক্তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।