বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মিথুন দাশ (১২)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিথুন উপজেলার ফতেহপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হরগোবিন্দ দাশের ছেলে এবং মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সকালে বাড়ির আঙ্গিনায় পায়চারি করার সময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া সাংবাদিকদের জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে কাজ করছিল মিথুন। এ সময় বজ্রপাত ঘটনাস্থলে তার মৃত্যু হয়।