1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিরাইয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন: বীরাঙ্গনাদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১.৩০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে খেলাঘর, প্রেসক্লাব ও ভাটি বাংলা ঋনদান সমবায় সমিতির উদ্যোগে শহীদ বৃদ্ধিজীবি দিবস পালন ও সরকারীভাবে স্বীকৃতিপ্রাপ্ত দিরাই-শাল্লা উপজেলার পাচ বীরাঙ্গনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় সংগঠন গুলোর পক্ষ থেকে দিরাই সরকারী বালিকা বিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গনে বীরাঙ্গনাদের সংবর্ধনা ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনাসভা অুষ্ঠিত হয়। খেলাঘর দিরাই উপজেলা’র উপদেষ্ঠা সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে ও মনিমেলা খেলাঘর আসরের সভাপতি লালবাশী দাস ও সাংবাদিক হিল্লুল পুরকায়স্থের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাদ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বুলবুল চৌধুরী, ভাটি বাংলা ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, কবি নীরেশ চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ মিয়া, উস্তাদ বিষ্ণুপদ দাস। এয়াড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলাম তালুকদার, ইউপি সচিব শুভ দাস, আফাজ মিয়া, ঝরণা রানী দাস, রঞ্জু সুত্রধর, চম্পা রানী দাস, সুইটি সুত্রধর, মৌসুমী রায় টুম্পা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের বীরাঙ্গনা আলিফজান বিবি, পেরুয়া গ্রামের কুলসুম বিবি ও শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বীরাঙ্গনা জামিলা খাতুন, দাউদপুর গ্রামের বীরাঙ্গনা মুক্তা বানু, উৎানগাঁও গ্রামের বীরাঙ্গনা পেয়ারা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও লাল সবুজের ব্যাজ তুলে দেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!