স্টাফ রিপোর্টার::
তাহিরপুরের সুনামগঞ্জে ব্যবসায়ীকে লাঞ্ছনাকারি সেই বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী পুর্ণেন্দু দেবকে অবশেষে তাহিরপুর থেকে বদলী হরা হল।’ মঙ্গলবার বিকেলে নবাগত ইউএনও হিসাবে তাহিরপুরে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম।’ তিনি এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে ভুমি অধিগ্রহন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন। করেন।’ ইউএনও পুর্ণেন্দু দেবকে বৃহস্পতিবার এক সরকারি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হয়েছে।’মঙ্গলবার তিনি নবাগত ইউএনও’র নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
জানা গেছে, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর শ্রী পুর্ণেন্দু দেব তাহিরপুরে ইউএনও হিসাবে যোগদান করেন।’
প্রসঙ্গত: তাহিরপুর উপজেলা সদরের বেলায়েত হোসেন নামক এক অটো রাইছ মিলের নীরিহ ব্যবসায়ী (ইউএনও)’র হাতে লাঞ্ছিত হওয়ার জের ধরে চলতি বছরের ৪ নভেম্বর (রোববার) ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী উপজেলা সদরেই ঝাড়ু ও জুতা মিছিল করেন। ৩ নভেম্বর শনিবার রাতে ইউএনও তার নিজ বাসার পাশে ব্যাট খেলার মাঠে ডেকে নিয়ে অটো রাইছ মিলের পাশে বালু রাখার কাজে বাধা দেয়া হয়েছে কি না জানতে চেয়ে বেলায়েতকে চর থাপ্পর মারতে থাকেন।’
ওই মিছিলের জের ধরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, লাঞ্ছনার শিকার ব্যবসায়ী বেলায়েত হোসেনসহ ৫৪ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা দায়ের করানো হয়।
৫ নভেম্বর সোমবার বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ১৭ জনকে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাত ০১টা ৪৫ মিনিটে মামলা রেকর্ডের সময় দেখানো হলেও রাতভর ওই মামলায় আগাম গ্রেফতার করা হয় ১৭ ব্যাক্তিকে। থানার এসআই পার্ডন কুমার সিংহ বাদী হয়ে ওই মামলা দায়ের করেছিলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, তাহিরপুরে নবাগত ইউএনও হিসাবে মো. সাইফুল ইসলাম মঙ্গলবার যোগদান করেছেন। পুর্বের ইউএনও পূর্ণেন্দু দেবের বদলীর বিষয়টিও জনপ্রশাসন মন্ত্রনালয়ের রুটিন ওয়ার্ক কাজ বলেও মন্তব্য করেন তিনি।’