দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় পার্টির দোয়ারাবাজার উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় সম্মিলিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সৈরিয়ত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বুলু, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক একলাছ মিয়া, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সুরমা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আরফাত আলী, সমাজকল্যান সম্পাদক আবুল কালাম, পরিবারকল্যান সম্পাদক ডাঃ গিয়াস উদ্দীন, পান্ডার গাও ইউনিয়ন জাপা নেতা সাজ্জাদ গনী, দোহালিয়া ইউনিয়ন জাপার সম্পাদক আলী হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে আগামী একমাসের মধ্যে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিকে পুনর্গঠন করা হবে। এসময় জাপা নেতৃবৃন্দরা জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করনের মাধ্যমে আগামীতে এককভাবে ক্ষমতায় নিতে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শের ছায়াতলে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।