স্টাফ রিপোর্টার::
রবিবার একনেকসভায় বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনুমোদনের সঙ্গে নার্সিং কলেজও প্রকল্পে যুক্ত হয়েছে। ফলে নার্সিং এর উপর সর্বোচ্চ ডিগ্রি নিতে পারবেন নার্সরা। কলেজের সঙ্গে নার্সিং কলেজ যুক্ত থাকায় স্বাস্থ্যসংশ্লিষ্টরা আরো আশার আলো দেখছেন।
রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনেকগুলো প্রকল্পের সঙ্গে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রকল্পটিও অনুমোদন লাভ করেছে। চলতি মাসেই নির্মাণ প্রক্রিয়ার তৎপরতা শুরু হবে। আগামী শিক্ষা বছর থেকে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।