অনলাইন ডেস্ক ::
সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এর আগে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় তৃতীয় নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ভুটান।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপাল দুই দলই ছিল ‘বি’ গ্রুপে ছিল। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে ও নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা।
অন্যদিকে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ১২-০ গোলে হারানোর পর বাংলাদেশের কাছে ২-১ গোলে হারে নেপাল। দলটি গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠে। এরপর ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে নেপালের মেয়েরা।
গত আগস্টে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরে রানার আপ হয়েছিল বাংলাদেশ।