স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস সার্ভিসসহ অন্যান্য বাসের যাত্রীসেবার মানোন্নয়ন ও নির্ধারিত পারমিটে অটোটেম্পু হিউম্যান হলার চলাচলের দাবিতে সুনামগঞ্জে বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা মতবিনিময় করেছেন। সিলেট বিভাগে যাত্রীসেবায় পিছিয়ে থাকা এই সড়কে সময়ের প্রয়োজনে উন্নত বাস সার্ভিস চালুর দাবি জানান মালিক ও শ্রমিকরা।
বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় সিলেট ও সুনামগঞ্জের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট মোটর বাস মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সিলেট মাইক্রোবাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী খলিলুর রহমান, সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিকগ্রুপের মহাসচিব হাজী মোজাম্মেল হক, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি ফলিক মিয়া, সেক্রেটারি রকিব উদ্দিন রফিক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার উদ্দিন, সেক্রেটারি নূরুল হক চেয়ারম্যান প্রমুখ। মতবিনিময় সভায় চারটি মালিক সমিতি এবং দুটি পরিবহন শ্রমিক সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিকরা সময়ের প্রয়োজনে সিলেট বিভাগে পিছিয়ে থাকা সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস সার্ভিস চালু, বিরতিহীন বাসে যাত্রীসেবার মানোন্নয়নে ঐক্যমত্যে পৌছেন। একই সঙ্গে ওই সড়কে নির্ধারিত রোড পারমিটে অটো টেম্পু হিউম্যান হলার চলাচলের দাবি জানান তারা।