স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের নিয়ে বুধবার সকালে সার্কিট হাউসের কনফারেন্স রুমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে এজেন্ট ব্যাংকিং সেবা চালু বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আইরিন আক্তার পান্না, কমিশনার মনিরুল হাসান প্রমুখ।
কর্মশালায় সুনামগঞ্জ জেলার ৮৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের স্থানীয় উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ ঘরে বসে সেবা পাবেন। এতে তারা নানামূকি হয়রানী থেকে রক্ষা পাবেন।