1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বেলার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান আসাদ মুরাদ তালুকদার মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় বেকারিপণ্য উৎপাদন-বিপননে অনিয়ম: মাসুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে মামলা ও শমন জারি আদালতে সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক মাহবুবসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা জামালগঞ্জে সুদখোরের অত্যাচার সইতে না পেরে চিরকুট লিখে আত্নহত্যা করলেন ব্যবসায়ী যুক্তরাজ্যে স্ত্রীকে নির্মমভাবে খুনের দায়ে বাংলাদেশির ২৮ বছরের কারাদণ্ড

শিক্ষার পচন ঠেকানো কঠিন: ইভা রায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮, ৩.৫০ পিএম
  • ৪০৩ বার পড়া হয়েছে

যে জিনিসটাতে পচন ধরলে সারা জাতির পচন কেউ ঠেকাতে পারে না,সেটি নিঃসন্দেহে শিক্ষা।একটি জাতি তৈরিকরণ প্রক্রিয়ার অধিকাংশ জুড়ে থাকে শিক্ষা।শিক্ষাকে গুছিয়ে দিলে পুরো দেশটাকে গোছানো আপনা থেকেই হয়ে যায়।এখানে ক্যানসার হলে জাতির জন্য কী ফল হবে তা বলা বাহুল্য।সেটা সময়মত বুঝতে না পারলে শেষ রক্ষা হয় না।

যে জাতি সর্বশক্তি দিয়ে শিক্ষাকে রক্ষা করতে পারে, তার civilzed হওয়া কেউ ঠেকাতে পারে না।Prosperous nation হতে গিয়ে আমরা যে জিনিসটাকে at stake নিয়ে এসেছি তা হল civilized হওয়াকে।আমরা এখন সবচেয়ে বেশি আক্রান্ত all-pervading corruption দ্বারা।নৈতিক অবক্ষয়ের ক্রমধারায় আমরা একটি পুরোপুরি decadent society তে বাস করছি।নীতিহীন,স্বপ্নহীন সুবিধাবাদের সাগরে ভাসছে সবাই।এখান থেকে আমরা অবশ্যই পরিত্রাণ চাই।

আমরা আমাদের শিক্ষাকে,শিক্ষা ব্যবস্থাকে যথাযথ,ন্যায়ভিত্তিক দেখতে চাই।আমরা চাই জাতির সবচেয়ে মেধাবী,আদর্শবান,যোগ্য সন্তানেরা মানুষ গড়ার mission নিয়ে শিক্ষকতা পেশায় আসুক।শিক্ষা পদ্ধতি,কর্ম পরিবেশ যেন সহায়ক হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।বিরাজমান পরিস্থিতিতে অনেক যোগ্য,সম্ভাবনাময় কর্মপ্রার্থীরা শিক্ষাতে কাজ করাকে তাদের প্রথম দিকের পছন্দের তালিকায় রাখছেন না।যাঁরা কাজ করছেন, তাঁরাও নানা কারণে তীব্র হতাশ।এ হতাশার জায়গাগুলো অবশ্যই properly এবং immediately দরকার address করা।শিক্ষার গুণগত মান উন্নয়নে কোন রকম আপোষ কাম্য হতে পারে না।
লেখক: সহকারি অধ্যাপক, ইংরেজি বিভাগ সুনামগঞ্জ সরকারি কলেজ।
(ফেইসবুক টাইমলাইন থেকে নেওয়া)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!