1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ মে ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

হালুয়ারগাঁওয়ে সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫.১৬ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সুরমা নদীর উপর হালুয়ারগাঁওয়ে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহষ্পতিবার দুপুরে মঙ্গলকাটা বাজারে ‘জাগো উত্তর সুরমা’র ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তর সুরমা এলাকার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মঙ্গলকাটা বাজারে পুলিশ ফাঁড়ি নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন চালু, ধোপাজান-চলতি নদীতে বিনা বাধায় শ্রমিকদের বালি পাথর উত্তোলনের সুযোগ প্রদান, উত্তর সুরমার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসক নিয়োগ, সেতু ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন দাবি জানান। তাছাড়া অবৈধভাবে সীমান্ত নদীর তীর কাটা বন্ধ, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর আবুয়া নদীতে নির্মিতব্য সেতুর কাজ দ্রুত সম্পন্ন, এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ বৃদ্ধি এবং হালুয়াঘাট-মঙ্গলকাটা-হাসাউরা সড়কের দ্রুত সংস্কারসহ এসব সড়ক বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, আব্দুর রশিদ টিটি, এড. শামীম আহমদ, মাহতাব উদ্দিন তালুকদার, আবুল কালাম, শাহ আলম ইলিয়াস, কাজী মমিন, ফারুক আহমদ, আবু তাহের, আবু হানিফ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!