1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

সিলেটে করোনায় একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১.৩৯ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে করোনায় ২২ জন মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১১ আগস্ট ২২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জনসহ ২০ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রোগী রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনায় ৯৫৩ জন মারা গেলেন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ৮১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭৭৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৩ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ৫০ জনসহ ২০০ জন সিলেটের। বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৫৯ জন ও হবিগঞ্জের ৩১ জন রোগী রয়েছেন।

দুই হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩.৫১ ভাগ।

বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৫২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ২৫৪ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জের পাঁচ হাজার ৮৪২ জন, মৌলভীবাজারের সাত হাজার ৩৪৯ জন ও হবিগঞ্জের ছয় হাজার ৭৫ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৭ জন। সবমিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৯ হাজার ৪২ জন।

তিনি আরও জানান, ৫১৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!