1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা ভাষাসৈনিক ও জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ আজ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্চ ভর্তি পরীক্ষা শুরু পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী

বিশ্বসেরা নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মাশরাফি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.১৬ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মাঠের বাইরে আরও একটা স্বীকৃতি পেলেন মাশরাফি বিন মর্তুজা। সুইস সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ -এর তালিকায় উঠে এসেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ২০২১ সালের জন্য বিশ্বের ১১২ জন তরুণ নেতাকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাশরাফি।

রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হয়ে থাকেন। তাদের বয়স হতে হয় ৩৮ এর নিচে। যারা নির্বাচিত হলে পরের ৬ বছরে বয়স থাকবে ৪৪ এর কম।

খেলা ও জনপ্রতিনিধি দুটোতেই সফল মাশরাফি। তার পথ ধরেই এবার বিশ্বের তরুণ নেতাদের তালিকায় মাশরাফি বিন মর্তুজা। ৩৭ বছর বয়সী এই তারকা বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ২০০১ সাল থেকে খেলছেন জাতীয় দলে। পাশাপাশি খেলাধুলার বাইরে সমাজ সেবায় রেখেছেন বড় অবদান। নড়াইল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তিনি। সমাজসেবার জন্য নিজ শহরে প্রতিষ্ঠা করেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।’

মাশরাফিকে নির্বাচিত করে ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের একজন ক্রিকেটার ও ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনি তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন দলকে। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতা মুক্ত করতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি নড়াইল এক্সপ্রেস ফাইন্ডেশনও প্রতিষ্ঠা করেন।

লক্ষ্যগুলো হল- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও বিশেষ শিক্ষা ব্যবস্থা সরবরাহ করা। মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা। তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ক্রীড়া প্রশিক্ষণ প্রদান। সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা। চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন। নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা তার ফাউন্ডেশনের লক্ষ্য।’

২০২১ সালের জন্য ১১২ জন ইয়াং লিডার নির্বাচিত করেছে সুইজারল্যান্ডের এই সংস্থাটি। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত ১০ জনের একজন মাশরাফি। ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিতরা মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!