1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায়: উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০১৯, ৬.৩৯ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিতত হচ্ছে। ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদকে স্বাগত জজানিয়ে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। ঈদের জামাতের সময় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা। সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্টিত হয়।
এখানে ঈদের জামাত আদায় করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা আ.লীগের সেক্রটারি ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
সকাল ৮টা ১৫ মিনিটে ষোলঘর ঈদগাহ ময়দানে, ৮টা ৪৫ মিনিটে আরপিননগর ঈদগাহ ময়দানে, সকাল ৮টা ৩০ মিনিটে লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে, সকাল ৮টায় হাছননগর ঈদগাহ ময়দান, সকাল ৮টা ১৫ মিনিটে পুলিশ লাইন জামে মসজিদে, সকাল ৮টা ৩০ মিনিটে পাঠানবাড়ি ঈদগাহ ময়দান, সকাল ৮টা ১৫ মিনেটে আপ্তাবনগর ঈদগাহ ময়াদানে, সকাল ৮টা ৩০মিনিটে সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দানে, সকাল ৮টায় মোহাম্মদপুর ঈদগাহ ময়াদনে, সকাল সাড়ে ৮টায় বড়পাড়া ঈদগাহ ময়দানে, একই সময় মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ ময়দানে, কালীপুর বায়তুন নূর জামে মসজিদে, বলাকা পাড়া জামে মসজিদে, সকাল ৮টায় নবীনগর জামে মসজিদে, জেলা কারাগার জামে মসজিদে এবং সকাল ৯টায় জেলা কারাগারের ভেতরের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় গাম্বীর্যপূর্ণ নামাজ আদায় হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!