1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১১ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে মাটি ভরাট করে আর রাস্তা করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ দুর্নীতি: এক ওয়ার্ডের প্রার্থী পেয়েছেন আরেক ওয়ার্ডে চাকুরি সুনামগঞ্জে আকষ্মিক বন্যা মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সড়ক দুর্ঘটনায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের পিয়াল নিহত হন ইসরাইল সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: হোয়াইট হাউস প্রশিক্ষণ বিমানের সেই পাইলটের মৃত্যু পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, বিদ্যুৎ ও যোগাযোগে বিপর্যয়ের আশঙ্কা এসএসসির ফল প্রকাশ আগামী রোববার, জানবেন যেভাবে সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ আ ট ক হয়েছেন চারজন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত কামাল উদ্দিন

ছাতক-সুনামগঞ্জ ৩০ কি.মি. রেললাইন নির্মাণের উদ্যোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০১৯, ২.৩১ এএম
  • ৩২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সুনামগঞ্জেও ৩০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।
সুনামগঞ্জ টু ছাতক সরাসরি এই রেলপথ নির্মাণ করা হবে। বর্তমানে ছাতক-সিলেট রেলপথ চালু আছে। নতুন রেলপথটি চালু হলে সুনামগঞ্জ জেলার মানুষ ছাতক, সিলেট হয়ে রেলযোগে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবেন।
রেলওয়ের পরিকল্পিত উন্নয়নে প্রণয়ন করা হচ্ছে ৩০ বছর মেয়াদি (২০১৬-২০৪৫) মাস্টারপ্ল্যান। এর আওতায় প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এর মাধ্যমেলওয়ের মাস্টারপ্ল্যান-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা যায়, ছয় ফেজে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রথম পাঁচ ফেজেই (২০১৬-২০৪০) নতুন রেলপথ নির্মাণসহ বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মাস্টারপ্ল্যানের দ্বিতীয় ফেজে (২০২১-২০২৫) সুনামগঞ্জের রেলপথ নির্মাণ কার হবে। রেলপথের দৈর্ঘ্য ধরা হয়েছে ৩০ কিলোমিটার।
মাস্টারপ্ল্যান অনুযায়ী, পাঁচ ফেজে এক হাজার ৬৩৮ দশমিক ৪১ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে রূপান্তর করা হবে। এর মধ্যে প্রথম ফেজে রূপান্তর করা হবে সিলেট-ছাতকবাজার ৩৩ দশমিক ৩১ কিলোমিটার।
সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান পরিকল্পনামন্ত্রী হিসেবে দ্বায়িত্ব নেয়ার পরই সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার রেলপথ নির্মাণের ঘোষণা দেন। তার হত মেয়াদেই তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনোমোদন আদায়। গত জাতীয় নির্বাচনের প্রতিটি সভায় এবং নির্বাচন পরবর্তী প্রতিটি সংবর্ধনাসভায় ছাতক থেকে সুনামগঞ্জে রেল নিয়ে আসবেন এই ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!