1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৃটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বেলার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব সুনামগঞ্জ-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান আসাদ মুরাদ তালুকদার মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় বেকারিপণ্য উৎপাদন-বিপননে অনিয়ম: মাসুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে মামলা ও শমন জারি আদালতে সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়ক মাহবুবসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা জামালগঞ্জে সুদখোরের অত্যাচার সইতে না পেরে চিরকুট লিখে আত্নহত্যা করলেন ব্যবসায়ী যুক্তরাজ্যে স্ত্রীকে নির্মমভাবে খুনের দায়ে বাংলাদেশির ২৮ বছরের কারাদণ্ড

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে হুঁশিয়ারি

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ৯.৫২ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৩৭ হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় আন্দোলনের কঠোর কর্মসূচীর ইঙ্গিত দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের হঁশিয়ারি করে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে এবার আঙ্গুল বাঁকা করা হবে। বাঁধ নির্মাণের কাজ শুরু থেকে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও নির্দ্দিষ্ট সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ হাওরের কৃষকের দাবি আদায়ে বিভিন্ন নিরিহ কর্মসূচী দিয়ে যাচ্ছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। কিন্তু এতে সংশ্লিষ্ট প্রশানের টনক নড়ছে না। ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ৬০ ভাগও শেষ হয়নি বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। বাঁধ নির্মাণের সময় সীমা আরো ১৫ দিন বাড়ানো হলেও কাজের অগ্রগতির কোন আলামত দেখা যাচ্ছে না। দায়িত্বশীলদের অনিয়ম দুর্নীতি ও গাফিলতির কারণে যদি ফের হাওর ডুবির ঘটনা ঘটে তাহলে হাওরের সাধারণ কৃষকদের নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। নির্ধারিত সময়ে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ সমাপ্ত না করার প্রতিবাদে শনিবার সকাল ১১ টায় ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কর্তৃক অনুষ্ঠিত প্রতিবাদী মানবন্ধনে এসব কথা বলেন বক্তারা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য, এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা, সিনিয়র সদস্য ডা.মুরশেদ আলম, কেন্দ্রীয় শিক্ষক নেতা রুহুল আমীন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সদর উপজেলার সদস্য সচিব শহীদ নুর আহমদ, যুব আন্দোলনের নেতা আসাদ মনি, দুর্জধন দাস দুর্জয় প্রমুখ।
এসময় অন্যান্যেন মধ্যে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা বিকাশ রঞ্জন চৌধুরী বানু, রমেন্দ্র দে মিন্টু, চন্দন রায়, কোষাধ্যক্ষ প্রদিপ পাল, সিনিয়র সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, মানব চৌধুরী, রাজু আহমদ, স্বপন কুমার দাস, রবিন্দ্র চন্দ্র দেব, অ্যাড. নাসির উদ্দিন আফেন্দি, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, টিআইভির আঞ্চলিক ম্যানেজার মাহবুব হোসেন, বিশ্বজনের নেতা কর্ণ বাবু দাশ, সুবল সরকার প্রমুখ।
এছাড়াও একই প্রতিবাদে জেলার ১০ উপজেলা ও অধিকাংশ ইউনিয়নে এক যুগে মানববন্ধন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!