1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা ভাষাসৈনিক ও জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ আজ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্চ ভর্তি পরীক্ষা শুরু পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবিতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী

ভোট চাইতে আসিনি, উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরতে এসেছি: এমপি মানিক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৪.৩২ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

আশিস রহমান :
সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘এই এলাকার শতভাগ মানুষ আমার পক্ষে ভোট দেন। এখানে ভোট চাইতে আসিনি। ভোটের জন্য নয়, আমার ছেলেমেয়েদেরকে উন্নয়নের অগ্রযাত্রা জানাতে এসেছি।’
রবিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয় মাঠে ‘বেতার সবার জন্য, সব সময়, সবখানে’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশ বেতার সিলেট কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ উন্নয়ন কার্যক্রমের প্রচারণামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম’র সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান ও আশা’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারকে আগামীতেও ক্ষমতায় রাখতে সবাইকে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’
মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এমপি মানিক বলেন, ‘মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়কে আগামীতে কলেজে উন্নীত করা হবে, শিঘ্রই এই বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, একটি শহীদ মিনার এবং বিদ্যালয় সংলগ্ন জোড়খলা বেড়িবাধে একটি স্লুইচ গেইট নির্মাণ করা হবে। বিদ্যালয়ের সকল সংযোগ সড়ক পাকা করা হবে। ইতোমধ্যে আলীপুরের বহুল প্রত্যাশিত খাসিয়ামারা নদীর সেতুটি অনুমোদন হয়েগেছে এবং শিঘ্রই এটি আলোর মুখ দেখবে। নির্বাচনের আগেই ছাতক-দোয়ারার সবকটি গ্রাম বিদ্যুতায়নের আওতায় আনা হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের উপপরিচালক আব্দুল হক, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মদ মাস্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, বক্তব্য রাখেন শিক্ষার্থী নিশিতা বেহেশতি বন্যা প্রমুখ। বক্তব্যে বক্তারা ছাতক-দোয়ারায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুহিবুর রহমান মানিক এমপিকে পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, ‘ ছাতক-দোয়ারায় নৌকার বিজয় ধরে রাখতে এমপি মানিকের বিকল্প নাই। আমরা টাকার কাছে মাথানত করব না। শেখ হাসিনার ভিশন -২০৪১ বাস্তবায়নে এমপি মানিকের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ছাতক-দোয়ারায় রাজাকার, শান্তি কমিটির উত্তরসূরীদের ঠাঁই নাই।’ অনুষ্ঠানের আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠানের মূলপর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ রায়হান মিয়া এবং গীতাপাঠ করেন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত দে। এরপর সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদেরকে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বাংলাদেশ বেতার সিলেটের সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। অনুষ্ঠানে ছাতক-দোয়ারার আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!