স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনের নানা গল্প শুনিয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার রংপুর দেওয়ান শামছুল আবেদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত করেন বিএমএ’র সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস। বিএমএ নেতৃবৃন্দ ক্ষুদে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প শোনায় তাদের। দেশের জন্য জাতির জনকের সংগ্রাম, বাংলাদেশের জন্ম, তার স্বপ্নের স্বপ্ননের সোনার বাংলা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। তাছাড়া নতুন প্রজন্মের দেশ নিয়ে করণীয় সম্পর্কেও কথা বলেন তারা। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রাম ও আতœত্যাগের কাহিনী শুনে উজ্জীবিত হয়। পাশাপাশি বাংলাদেশ জাতি রাষ্ট্রের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে হত্যা করায় তাদের প্রতি ঘৃণা জানিয়ে জীবিত ঘাতকদের বিচার দাবি করে ক্ষুদে শিক্ষার্থীরা।
বিএমএ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. নূুরুল ইসলাম বলেন, আমি খুবই অভিভূত হয়েছি ক্ষুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রতি আগ্রহ দেখে। শিক্ষাজীবনের শুরুতেই তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদের স্বপ্নেই হয়তো একদিন প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা।