1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

৮ বছর পর ঘোষিত হলো সুনামগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুন, ২০১৮, ৫.১২ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা যুবদলের অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকতকে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এডভোকেট মামুনুর রশিদ কয়েছে। ৫ সদস্যের ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ছাত্রদল নেতা মো. কামরুল হাসান রাজু। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সুনামগঞ্জসহ ৩১টি জেলার সাংগঠণিক কমিটির অনুমোদন দিয়ে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য সর্বশেষ ২০০৮ সালের আগস্ট মাসে আনসার উদ্দিনকে আহ্বায়ক এবং এটিএম হেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। এই কমিটি শুরু থেকেই বিরোধে জড়িয়ে পাল্টাপাল্টি কমিটি করেছিল বিভিন্ন স্থানে। এর আগে ১৯৯৫ সালে মো. সেলিম উদ্দিনকে সভাপতি ও আনসার উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং ১৯৯২ সালে সেলিম উদ্দিনকে সভাপতি এবং আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!