1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-২০

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ৪.২২ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মীরপুর ইউনিয়নের আধুরা গ্রামের ফয়জুল মিয়া ও একই গ্রামের সাজ্জাদ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গরু চরানো নিয়ে প্রথম বাকবিতন্ডা দেখা হয়। এক পর্য়ায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংর্ঘষে উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে আহত মন্তষর আলী, আজিজুল ইসলাম, আজির আলী, রিপন মিয়া, এমরান আহমদ, আবুল বশর, শুকুর আলী, আরশ আলী, আম্বর আলী, রুমান মিয়া, বশির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, আধুয়া গ্রামের ইমরান আলী, আবদুর নুর, ফয়জুল আলী ও রিপন মিয়া।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংর্ঘষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। এখনো কোন মামলা হয়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!