রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের মাঠে ঘন্ঠা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। কাকিয়াম ও খলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে এতে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এ মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনের পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক নাজমূল হক বাচ্চু ও সেলবরষ ইউপি যুবলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক সুয়েবুর রহমান, শিক্ষক আনোয়ারুল হক, আবুল কালাম আজাদ হিরু, হারুন ওর রশিদ, মোনায়েম, জালাল উদ্দিন, সৈয়দ নূরুল এহিয়া শাহীন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ইউপি যুবলীগ সভাপতি আবু সায়েম, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, ব্যবসায়ী আল আমিন, হেলাল মিয়া, মোফাজ্জল, আকিকুর মেম্বার প্রমূখ। বক্তারা বলেন, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়ী সিমানা নিয়ে পাশ্বকর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাঠাকাঠি নিয়ে এ পর্যায়ে আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাক দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে যায় এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে নিয়ে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা. থাকে মৃত্যু বলে ঘোষনা করেন। আমার সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের ফাসি চাই। অচিরেই সন্ত্রীদের আইনে আওতায় আনা হোক। নতুবা আমাদের আন্দোলন চলবেই চলবেই। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ হতে বাদশাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।