বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের শতাধিক ব্যক্তিকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ পুলিশ লাইনস্থ পুলিশ হাসপাতালে এই চিকিৎসা দেয়া হয়। তৃতীয় লিঙ্গদের ফ্রি চেকআপসহ বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, পুলিশ হাসপাতালের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজিম উদ্দিন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ মিজানুর রহমান নেতৃত্বে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য এর আগে জেলা পুলিশের উদ্যোগে সোনাপুর বেদেপল্লীর বাসিন্দাদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।