1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

‘দেশের প্রত্যেক গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে’

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১, ৩.৩৫ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
‘আমরা ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছি। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেক গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।’

আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেটের ওপর সমাপনী অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের অনুকূলে আরও ১ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। আমরা আরো ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি।’ তিনি বলেন, ‘২০২০ সালে মুজিববর্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা চাই, বাংলাদেশের প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।’

এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘এলাকায় দেখবেন, কোনো লোক গৃহহীন আছে কি-না? আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন, আমরা ঘর করে দেব। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, সেটাই আমাদের লক্ষ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!