1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাসের শিকার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০১৭, ১.৪৪ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাসের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। র‌্যানসমওয়্যারের হামলার শিকার হওয়া ব্যক্তিরা নিজেরাই যোগাযোগ করে এ তথ্য দিয়েছেন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৩০টিরও বেশি কম্পিউটার এই ধরনের হামলার শিকার হয়েছে।
ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উপদেষ্টা তানভির হাসান বলেন, ‘রবিবার (১৪ মে) পর্যন্ত ৩০টির মতো অভিযোগ আমরা পেয়েছি। এই সংখ্যা আজ আরও বেড়েছে। ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও টেলিভিশন চ্যানেল আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।’
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ই-জেনারেশন লিমিটেডের সাইবার স্পেশালিস্ট তামজীদ রহমান বলেন, ‘ব্যক্তিগত কম্পিউটারে র‌্যানসমওয়্যার ভাইরাসের শিকার হওয়া ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনও বড় ধরনের নেটওয়ার্কে হামলার কোনও খবর পাওয়া যায়নি।’
এদিকে, সরকারি কোনও প্রতিষ্ঠানেও এখনও র‌্যানসমওয়্যার হামলার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
র‌্যানসমওয়্যারের হামলা থেকে নিরাপদ থাকার জন্য করণীয় সম্পর্কে সাইবার বিশেষজ্ঞ তামজীদ রহমান বলেন, ‘এ ধরনের ভাইরাস আক্রমণের পর তথ্য জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে থাকে। তাই কম্পিউটারের জরুরি ও প্রয়োজনীয় সব ডাটার ব্যাকআপ রাখা উচিত। এছাড়া, স্প্যাম মেইল বা সন্দেহজনক মেইল খোলা ও ডাউনলোড করা থেকেও বিরত থাকতে হবে।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটারগুলোতে শুক্রবার (১২ মে) প্রথম এই র‌্যানসমওয়্যার ব্যবহার করে সাইবার হামলার ঘটনা শনাক্ত হয়। দিনের শেষে তা বিশ্বের অন্তত ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে বলে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই দিনই দেড় লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। সোমবার (১৫ মে) বিকালে এই রিপোর্ট লেখার সময় ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে, বিশ্বের দেড়শটি দেশে ছড়িয়ে পড়েছে এই র‌্যানসমওয়্যারের হামলা। আর এই হামলার শিকার হয়েছে প্রায় দুই লাখ কম্পিউটার। তবে এই ভাইরাসের আক্রমণের পরিমাণ কমে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র দোষে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এর আগে, বাংলাদেশেও র‌্যানসমওয়্যারের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!