1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভারতে ছয় শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৮.২৯ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারতে ছয় শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চিকিসাৎযন্ত্রের প্রথম চালানটি রবিবার যুক্তরাজ্য থেকে রওনা হবে। মঙ্গলবার সকাল নাগাদ সেগুলোর ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছানোর কথা।

ভারতের হাসপাতালগুলোতে এখন অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। টানা চতুর্থদিনের মত করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টা সেখানে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে।

বিবিসি জানিয়েছে, এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ভারতে সবমিলে মোট নয়টি এয়ারলাইন কন্টেইনার পাঠাবে, যেগুলোতে ৪৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি নন-ইনভাসিভ ভেন্টিলেটর এবং ২০টি ম্যানুয়াল ভেন্টিলেটর থাকবে।

শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের ভয়াবহ উদ্বেগজনক মুহূর্তে আমরা ভারতের বন্ধু এবং অশীংদারের মত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।

“এই দুঃসময়ে আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব এবং আমি দৃঢ়ভাবে আপনাদের জানাচ্ছি, এই মহামারির বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান যুদ্ধে যুক্তরাজ্য নিজের সাধ্য অনুযায়ী সবভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করে যাবে।” বলেন জনসন।

যুক্তরাষ্ট্রও ভারতে টিকা তৈরির সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সেখানে অন্যান্য সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও ভারতে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!