ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এক প্রবাসীর বাড়িতে ঘরের গ্রিল ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রবাসী আব্দুল হাই এর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার প্রবাসী আব্দুল হাই এর স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে চোরেরা তার তালাবদ্ধ ঘরের গ্রিল ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে ছাতক থানা পুলিশের এসআই দিলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।