1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যাদুকাটায় নির্মাণাধীন সেতু এলাকায় বালি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের গড়কাটি ও বিন্নাকুলী এলাকায় এলজিইডি কতৃক নির্মণাধীন ৭৫০ মিটার দৈর্ঘের দেশের দ্বিতীয় বৃহৎতম সেতু হযরত শাহ্ আরেফীন ও অদ্বৈত মেত্রী সেতু এলাকার আশ পাশের ১কি.মিটারের মধ্যে সকল ধরণের বালি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী সরেজমিনে গিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেন। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই বিল্লাল হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন, আবির হাসান-মানিক, হযরত আরেফীন (র) ও অদ্বৈত মেত্রী সেতুর প্রজেক্ট ম্যানেজার মিয়া এমডি নাসিরসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ’হুমকির মুখে যাদুকাটা নদীতে নির্মাণাধীন স্বপ্নের সেতু হযরত আরেফীন (র) ও অদ্বৈত মেত্রী সেতুর পাশের্^ তীর কেটে বালু উত্তোলনের মহোৎসব চলছে’। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় সেতু সংলগ্ন কোন যায়গায় কোয়ারী করে বালি উত্তোলন করা হয়নী, সেতু নির্মাণের প্রয়োজনে কয়েকটি যায়গায় ছোট ছোট গর্ত করা হয়েছে। যা পরবর্তীতে ভরাট করা হবে জানিয়েছেন সেতু নির্মাণ ঠিকাদারী কতৃপক্ষ। তবে সেতু এলাকা থেকে প্রায় ১কি.মি দূরে বেশ কয়েকটি যায়গায় গর্ত করে বালি উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত বিজেন ব্যানার্জী এ প্রতিবেদককে বলেন, আমি গতকাল নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করে সেতু নির্মাণ সংশ্লিষ্ট সকলকে বলে দিয়েছি আজ থেকে এর উভয় দিকে ১কি.মি. এর মধ্যে সকল ধরণের বালি পাথর উত্তোলন ও গর্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। তার পরেও কেউ যদি রাতের আধারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে বালি পাথর উত্তোলন করে তাহলে সঙ্গে আমি অথবা তাহিরপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করার জন্য। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!