দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে গ্রুপিং রাজনীতি ভয়াবহ অবস্থায় থাকলেও নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক ও মনোনয়ন প্রত্যাশী ফরিদ আহমদ তারেকসহ সকল নেতা কর্মীদের নিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে নৌকা প্রতিকের বিজয়ের ঘোষণা দেন।
এসময় বিবদমান দুটি গ্রুপের নেতৃবৃন্দ ছাতক-দোয়ারাবাজারে দ্বিধাবিভক্তি ভুলে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকার বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মুহিবুর রহমান মানিকের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
সোমবার (০৩ ডিসেম্বর) বিকালে স্থানীয় মা-মনি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এক কাতারে দাঁড়িয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিকের সভাপতিত্বে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফরিদ আহমদ তারেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় মানিক বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগীতা একান্ত কাম্য। তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক বলেন, ‘গ্রুপিং রাজনীতি নয়, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার কর্মী। তাই ৩০ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাই যেন একেকজন কর্মী হিসেবে কাজ করি।’
সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আছকির মিয়া, আমিরুল হক, ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন, মো. আব্দুল হান্নান, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বরুন চন্দ্র দাস, সানুর আলী, দেওয়ার তানভির আশরাফী চৌধুরী বাবু, এডভোকেট আশিক আলী, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, এডভোকেট মো.আনোয়ার হোসেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাৎ লাহিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, জেলা আওয়ামী লীগের নেতা মো. আব্দুর রহিম, মো. নুর মিয়া, রমিজ উদ্দিন, মানিক লাল দে, সিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ছালিক মিয়া, মো. শাহাব উদ্দিন তালুকদার, অশিত তালুকদার, কামরুজ্জামান রুবেল।
এর আগে সোমবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- দোয়ারা বাজার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী।