1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সারা দেশে টানা ৮ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস গাজীপুরে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা ছড়ারপাড়ে ছু রি কা ঘা তে প্রাণ গেল এক কিশোরের সিলেট ও সুনামগঞ্জের ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন ৬৪ জন প্রার্থী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মফস্বল ও গ্রামীণ জনজীবন, বিতরণে বৈষম্য যা বলছেন বিশেষজ্ঞরা গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা ,যানজট শনিবার থেকে বন্ধ থাকবে যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সকালেই মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ ঝড়বৃষ্টির পূর্বাভাস,পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক

রাসেলের জন্মদিনে কথা বলায় ডিসির পদ থেকে ‘প্রত্যাহার’ হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী মান্নান

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ১১.২৬ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
এরশাদ সরকারের আমলে শেখ রাসেলের জন্মদিনে ‘আর যেন কোনও শিশুকে হত্যা করা না হয়’, এমন বক্তব্যের জন্য ওই সময় চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে এক দিনের মধ্যে প্রত্যাহার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

সোমবার ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এ কথা জানান।

পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এ আলোচনা সভা রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, “১৯৮৮ সালে আমি চট্টগ্রামের ডিসি ছিলাম। ওই বছর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পটিয়ার হরনায় শেখ রাসেল স্মৃতি সংঘ নামের একটি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় যোগ দেই।

“ওই আলোচনায় আমি প্রধান অতিথির বক্তৃতায় শেখ রাসেলের প্রসঙ্গ বলেছিলাম ‘দেশে আর যেন কোনও শিশুকে হত্যা করা না হয়’।“

পরদিন চট্টগ্রামের স্থানীয় দুই দৈনিক পত্রিকা আজাদী ও পূর্বকোণ এ বক্তব্যকে প্রধান শিরোনাম করে সংবাদ প্রকাশ করে বলে তিনি উল্লেখ করেন।

মান্নান বলেন, “এরপর তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মুজিবুল হক আমাকে ফোন করে বলেন, কি মুনশি (ক্লার্ক) তুমি ওখানে কি উল্টা পাল্টা বক্তৃতা কর। তোমাকে তো পাঠানো হয়েছে চাকরি করার জন্য। তুমি তো আর রাজনীতি কর না, আওয়ামী লীগ কর না। তুমি এসব কি বক্তৃতা কর।

এরপর মন্ত্রিপরিষদ সচিব আমাকে বলেন- প্রতাপশালী, সামরিক প্রশাসক, স্বৈর শাসক (এরশাদ) আমাকে ফোন করে বলেছেন, সে বেশি মাতব্বর হয়ে গেছে তাকে তাড়াতাড়ি উঠিয়ে আনেন।

“তিনি (মুজিবুল হক) আমাকে আরও বলেন, যা হবার হয়ে গেছে এখন তুমি তাড়াতাড়ি স্যুটকেস গুছিয়ে ঢাকায় চলে এসো।”

এরপর পরিকল্পনামন্ত্রী মান্নান ঢাকায় এসে তখনকার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করেন। সেসময়ও সচিব বলেন, “তোমার এত কথা বলা ঠিক না। তুমি তো নেতা হয়ে গেছ। তুমি আওয়ামী লীগ কর নাকি?

“তখন আমি বলি না স্যার, আমি তো রাজনীতি করি না। ছাত্রলীগও করি নাই।”

‘তখন মুজিবুল হক বলেছিলেন, সাবধানে থাকবা’, যোগ করেন মন্ত্রী।

বর্তমান পরিকল্পনামন্ত্রী ১৯৭৪ সালে তৎকালীন সিএসপি ক্যাডারে যোগদান করেন। চাকরিকালীন সময়ে তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এনজিও ব্যুারোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

২০০৩ সালে তিনি স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে অবসর নেন।

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন-আল-রশিদ, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম ও শিল্প শক্তি বিভাগের সদস্য শরীফা খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!