1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

করোনা সচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জে প্রশাসনের প্রচারণা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১, ৬.০৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অতিমারি করোরা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ এবং সচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরে প্রচারণা চালানো হয়েছে। সোমবার দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
প্রচারণাকালে জনসাধারণ ও গণপরিবহন দোকান মালিকদের নানা পরামর্শ দেন তারা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!