1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০১ মে ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এমপি মানিকের ছোট ভাইয়ের ইন্তেকাল বৃহস্পতিবার জানাজা আজ মহান মে দিবস ধর্মপাশায় ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কণ্ঠশিল্পী পাগল হাসানের ঘর নির্মাণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান বেনজিকে গ্রে ফ তা রে দাবীতে সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে গণজমায়েত ও মিছিল সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে’ অনন্ত-রাধিকা! আবাহনীর জয়কে থামিয়ে দিতে মাঠে নেমেছেন সাকিব ঝিনাইদহে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

জাদুকাটা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৮.০৭ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
গত ৮ মাসেরও বেশি সময় ধরে এ অঞ্চলের শ্রমজীবী লোকজনের কর্মসংস্থানের অন্যতম উৎস সীমান্ত নদী জাদুকাটায় বালু পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছে জাদুকাটা নদী নির্ভর হাজারো শ্রমিক ও ব্যবসায়ীরা। স্থানীয়দের আশঙ্কা এভাবে আরও কিছুদিন চলতে থাকলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানান ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে।
আর তাই জাদুকাটা নদীতে কাজের দাবিতে সংশ্লিষ্টদের প্রতি মানববন্ধনের মাধ্যমে আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
জাদুকাটা বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির আয়োজনে শুক্রবার(৩০ অক্টোবর) সকাল ১১টায় জাদুকাটা নদী তীরবর্তী ঘাগড়া-গড়কাটি গ্রাম সংলগ্ন এলাকায় হাজারো নারী-পুরুষ শ্রমিক, ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাদুকাটা বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি আব্দুস সাহিদ, স্থানীয় ওয়ার্ড সদস্য রেনু মিয়া, আওয়ামী লীগ নেতা নুর হোসেন মল্লিক, যুবলীগ নেতা নাজমুল হাসান ধন মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস শহীদ, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল হোসেন, কামাল মিয়া, মুনসুর আলম, শ্রমিকদের পক্ষে কপিল মিয়া, রুসেনা বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা কালীন সময়ে সারাদেশের ন্যায় হাওরাঞ্চল তাহিরপুরেও নিম্নআয়ের হাজারো শ্রমিকরা পরিবার নিয়ে বিপাকে পড়ে। কাজের সন্ধানে দ্বিকবিদিক ছুটাছুটি করতে থাকে। করোনা কালীন প্রেক্ষাপটে সীমান্তের ৩টি শুল্ক স্টেশন বন্ধ হবার পাশাপাশি জাদুকাটা নদীতেও শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যায়। আর এতে করে শ্রমিকদের পাশাপাশি এর সাথে জড়িত ব্যবসায়ীরাও নানামুখী সংকটে পতিত হয়।
বক্তারা আরও বলেন, তাহিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী আরও ২টি উপজেলার শ্রমিকদের কর্মসংস্থানের অন্যতম উৎস এ জাদুকাটা নদী। কিন্তু গত ৭-৮ মাস ধরে কাজ বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে কাজের জন্য আহাজারি দেখা দিয়েছে। দ্বিকবিদিক ছুটাছুটি করেও কোন কাজের সন্ধান পাচ্ছে না। তাই অনতিবিলম্ব জাদুকাটা নদীতে শ্রমিকদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!