1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এমপি মানিকের ছোট ভাইয়ের ইন্তেকাল বৃহস্পতিবার জানাজা আজ মহান মে দিবস ধর্মপাশায় ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কণ্ঠশিল্পী পাগল হাসানের ঘর নির্মাণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান বেনজিকে গ্রে ফ তা রে দাবীতে সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে গণজমায়েত ও মিছিল সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে’ অনন্ত-রাধিকা! আবাহনীর জয়কে থামিয়ে দিতে মাঠে নেমেছেন সাকিব ঝিনাইদহে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

মাশরাফি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১১.৩০ এএম
  • ৪৮৯ বার পড়া হয়েছে

অনলাইন::
বাংলাদেশ দলের সফলতম অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ২০১৫ সালে তাঁর নেতৃত্বে ক্রিকেটবিশ্বে দাপট দেখিয়েছে টাইগার বাহিনী। বাংলাদেশের মানুষ তাকে এমন উচ্চতায়ই কল্পনা করেন। দেশের মানুষের চোখেও দলনেতা মাশরাফি সেরা।

এমন সাফল্যের সুবাদে মাশরাফি হয়ে উঠেছেন ক্রিকেটে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন। এ তালিকায় টাইগার অধিনায়কের অবস্থান চতুর্থ। অন্তত ২৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।

মাশরাফির অধীনে দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। আর সর্বশেষ সফলতা চলতি বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে। সেবারই প্রথম দলকে তিনি নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে।

সেরা ওয়ানডে অধিনায়কের তালিকায় নড়াইল এক্সপ্রেসের আগে অবস্থান করছেন ক্লাইভ লয়েড, হেনসি ক্রোনিয়ে ও রিকি পন্টিং। সফলতার দিক দিয়ে মাশরাফি বেশ পেছনে ফেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক ও ভিভ রিচার্ডসকে।

সাফল্য বিচারে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়কদের তালিকা:

১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%

২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%

৩. হ্যান্সি ক্রোনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%

৪. মাশরাফি বিন মুর্তজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%

৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২%

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%

৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%

৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%

৯. শন পোলক ৬৪.০৬%

১০. ওয়াকার ইউনিস ৬১.৬৬%

১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%

১২. ইনজামাম উল হক ৬১.৪৬%

১৩. অ্যালান বোর্ডার ৬১.৪২%

১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%

১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!