1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কণ্ঠশিল্পী পাগল হাসানের ঘর নির্মাণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান বেনজিকে গ্রে ফ তা রে দাবীতে সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে গণজমায়েত ও মিছিল সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে’ অনন্ত-রাধিকা! আবাহনীর জয়কে থামিয়ে দিতে মাঠে নেমেছেন সাকিব ঝিনাইদহে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে বাস পড়ে, নিহত ২৫

মোবাইলে কথা বলে গাড়ি চালানোয় সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬, ২.৫৮ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
চলন্ত অবস্থায় রেখে বেয়াড়া চালক মোবাইলে কথা বলে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়া তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০জন। বুধবার বেলা আড়াইটার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে একটি যাত্রীবাহী একটি বাস দুপুরে সুনামগঞ্জের দিকে আসছিল। পথে ছাতকের জাতুয়া এলাকায় এসে চালক গাড়ি চলন্ত রেখে মোবাইলে কথা বলে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। যাত্রীদের বাধা সত্তেও চালক কাধ-কান বরাবর মোবাইল রেখে কথা বলছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী ওই বাসের ধাক্কা লাগলে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শাল্লা উপজেলার মুক্তারপুর গ্রামের মৌসুমী রাণী দাস (২২) ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রাধা রাণী দাস (৪৫) এবং গোলাপগঞ্জের দত্তরাইল গ্রামের শামীম আহমদ (২২) সহ তিনজন। শামীম ওই গাড়ির হেলপার ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।
জাউয়া পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, বাসচালক গাড়ি চলন্ত অবস্থায় রেখে মোবাইল ফোনে কথা বলায় বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ৩জন মারা যান। আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!