1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা ছড়ারপাড়ে ছু রি কা ঘা তে প্রাণ গেল এক কিশোরের সিলেট ও সুনামগঞ্জের ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন ৬৪ জন প্রার্থী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মফস্বল ও গ্রামীণ জনজীবন, বিতরণে বৈষম্য যা বলছেন বিশেষজ্ঞরা গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা ,যানজট শনিবার থেকে বন্ধ থাকবে যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সকালেই মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ ঝড়বৃষ্টির পূর্বাভাস,পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের হেলিকপ্টারে আগুন, কেমন আছেন দেব?

সুনামগঞ্জে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিজয়া দশমীর দিনে নানা আচারাদি পালন শেষে সন্ধ্যায় চোখের জলে দেবী দুর্গাকে বিদায় দিয়েছেন ভক্তকুল। রঙের আবিরে চোখের জলে বিসর্জন দিয়েছেন দেবী দুর্গাকে। এবার সুনামগঞ্জ জেলায় ৪২৬টি ম-পে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায় জানান, এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সচেতন সবাই তৎপর ছিলেন। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাই আন্তরিক ছিলেন। যার ফলে একটি ম-পেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এবার শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছি। শারদীয় দুর্গোৎসব এবারও সর্বজনীন উৎসবে রূপ নিয়েছিল। বাঙালির এই অসাম্প্রদায়িক উৎসবে সবাই শরিক হয়েছিলেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জেলার প্রতিটি উপজেলাসহ সংশ্লিষ্ট ম-প এলাকায় দেবীকে চোখের জলে বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুনামগঞ্জ বালুরমাঠে শহরের ও শহরতলির আশপাশের ম-প থেকে দেবীকে এনে সুরমা নদীতে বিসর্জন দেওয়া হয়। বরাবরের মতো এবারও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বিসর্জন উপলক্ষে বিশেষ আয়োজন করেন। স্টিলের পাতের সঙ্গে রশি টেনে সহজে দেবীকে সেখানে বসিয়ে বিসর্জন দিয়েছেন পূজার্থীরা।
সুনামগঞ্জ রিভারভিউয়ে বিসর্জনকালে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!