1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা ছড়ারপাড়ে ছু রি কা ঘা তে প্রাণ গেল এক কিশোরের সিলেট ও সুনামগঞ্জের ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন ৬৪ জন প্রার্থী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মফস্বল ও গ্রামীণ জনজীবন, বিতরণে বৈষম্য যা বলছেন বিশেষজ্ঞরা গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা ,যানজট শনিবার থেকে বন্ধ থাকবে যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সকালেই মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ ঝড়বৃষ্টির পূর্বাভাস,পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের হেলিকপ্টারে আগুন, কেমন আছেন দেব?

বন্যায় পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে: বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮.১৬ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, বন্যা দূর্গতদের জন্য সরকারি পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা রয়েছে। বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের এসব ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে। তিনি বলেন করোনা ভাইরাসের এ সময়ে মাস্ক ব্যবহারে সবাইকে উদ্যোগী করতে হবে। প্রয়োজনে জেল জরিমানার আওতায় এনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে৷ আসন্ন কোরবানীর ঈদে পশুর হাটে সীমিত আকারে লোকজনের আসা যাওয়ার ব্যবস্থা করার উদ্যেগ নিতে হবে। প্রয়োজনে অন্যান্য বছরের তুলনায় পশু বিক্রির হাট বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ইজারাদারদেরও এর ব্যবস্থা হাটে-হাটে নিতে হবে। মঙ্গলবার সকালে ছাতক উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে কোভিড-১৯ ও বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল মনসুর মিয়া, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, সাব রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুমন আচার্য্য, পৌরসভার সচিব আবু জর গিফারী, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহ মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা মতিউল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতক আঞ্চলিক শাখার উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দে, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, আমার বাড়ী আমার খামার প্রকল্প কর্মকর্তা জুলকার নাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিত্তহীন) প্রণব লাল রায়, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, পৌর কাউন্সিলর ধন মিয়া প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান ছাতকের ফকিরটিলা বেদেপল্লীতে পানিবন্দি ১০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ইসলামপুর ইউনিয়নের রাবার ড্যাম বাজারে ২৫০ জন পানিবন্দীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মমতাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যেও তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর উদ্দিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!