1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪.৫৯ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নিয়মিত যাত্রীদের সাথে চালকদের হাতাহাতির ঘটনাও ঘটছে। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করে। আর ওই কারনে সাধারণ যাত্রীরা রীতিমতো জিম্মি হয়ে পড়েছে এসব পরিবহন শ্রমিকদের কাছে। সুধিজনের মতে, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারনেই এমনটি ঘটছে। চালক ও যাত্রীদের মধ্যে অনাকাংখিত ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। জানা গেছে, ছাতক থেকে গোবিন্দগঞ্জ সাড়ে ১১ কিলোমিটার সড়কে গত ১০ দিন ধরে ৩০ টাকা ভাড়ার স্থলে ৪০ টাকা করে আদায় করছে সিএনজি চালকরা। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটছে। বিগত কয়েক বছরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ভাড়া কয়েক ধাপে তিনগুন বৃদ্ধি করা পায়। ২০০৮ সালে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সিএনজি অটোরিকশার যাত্রী ভাড়া ছিলো ১৩ টাকা। সড়ক ভাঙ্গার অজুহাতে ১৩ টাকার ভাড়া থেকে কয়েক বছরে সেটি ৩০ টাকা পর্যন্ত গড়ায়। কিন্তু ব্রিজসহ সড়ক সংস্কারের কাজ শেষ হলেও ভাড়া আর কমেনি। আর সম্প্রতি কোনো কারন ছাড়াই যাত্রীদের কাছ থেকে ৩০ টাকার স্থলে ভাড়া বৃদ্ধি করে ৪০ টাকা আদায় করছে সিএনজি চালকরা। গত ৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্যাডে ভাড়া বৃদ্ধির একটি বিজ্ঞপ্তি প্রচার করে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। যদিও ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে পরিবহন শ্রমিক সংগঠনের কোনো এখতিয়ার নেই৷ ভাড়া বৃদ্ধি নিয়ে এমনিতেই যাত্রী সাধারণের মাঝে অসন্তোষ বিরাজ করছে। তারপর শ্রমিক সংগঠনের ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রচারের পর থেকে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর তীব্র প্রতিবাদ ও সমালোচনা সৃষ্টি হয়৷ সামনে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তাই শ্রমিকদের সমর্থন পেতে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এমনটিই স্থানীয়দের মন্তব্য করতে দেখা গেছে। এদিকে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সাধারণ যাত্রীদের উদ্যোগে উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আগামী ১৩ সেপ্টেম্বর এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৬৯৩ এর সভাপতি আফতাব উদ্দিন জানান, গাড়ির যন্ত্রাংশের দামসহ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সিএনজি অটোরিকশার ভাড়াও বৃদ্ধি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী বলেন, আজ শুক্রবার সন্ধ্যার পর ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!