1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মে, ২০১৭, ৪.৪০ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে অঙ্গরাজ্যটির গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্ল্যারিয়ন-লেজার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি সড়কে বসে আছে। তার চারপাশে ঘিরে রয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী বলে মনে করা হচ্ছে।

ওই ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণকারী এক ব্যক্তি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যার চেষ্টা করছিলেন।

তাৎক্ষণিকভাবে লিংকন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিনিধি ও মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

কর্তপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ১৬ বছরের একটি ছেলেকে জিম্মি করেছিল। তবে ছেলেটির নিরাপদ রয়েছে।

মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান্ট ঘটনাটিকে অর্থহীন ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!