1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা ছড়ারপাড়ে ছু রি কা ঘা তে প্রাণ গেল এক কিশোরের সিলেট ও সুনামগঞ্জের ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিলেন ৬৪ জন প্রার্থী বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মফস্বল ও গ্রামীণ জনজীবন, বিতরণে বৈষম্য যা বলছেন বিশেষজ্ঞরা গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা ,যানজট শনিবার থেকে বন্ধ থাকবে যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সকালেই মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ ঝড়বৃষ্টির পূর্বাভাস,পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের হেলিকপ্টারে আগুন, কেমন আছেন দেব?

জগন্নাথপুরে ঋণের দায়ে একজনের আত্নহত্যা!

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৭.৪২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আলখানাপাড়ে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে রবিবার (২৪ জানুয়ারি) ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত সইরত উল্লার ছেলে সাজ্জাদুর রহমান সুজন (৪৭) কিছুদিন আগে তার ভগ্নিপতি পৌরসভার আলখানাপাড়ের মাঈন উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মাঈন উদ্দিনসহ তার পরিবারের লোকজন তাদের এক স্বজন একই এলাকার ইকড়ছইয়ের বাসিন্দা মাহবুবুর রহমানের দাফনের কাজে মরহুমের বাড়িতে যান। সে সুযোগে সুজন বাড়ির একটি কক্ষের দরজা জানালা বন্ধ করে ঘরের ফ্যানের রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

মাঈন উদ্দিন বলেন, ‘আমার এক আত্মীয়’র মৃত্যুতে তাকে শেষ বিদায় জানাতে সন্ধ্যারাতে প্রয়াতের বাড়িতে যাই। জানাজা শেষে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে বদ্ধ ঘরে অনেক ডাকাডাকি করেও সুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ওপরে কিছু অংশ ভেঙে দেখতে পাই ফাঁস লাগিয়ে ঝুলে আছে সে।’

তিনি আরো জানান, সুজন অনেকদিন ধরে ঋণগ্রস্থ হয়ে পড়ায় হতাশায় ভূগছিল।

স্থানীয় ওয়ার্ডে কাউন্সিলর সুহেল আহমদ বলেন,‘ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।’

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক দেব বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ঋণের কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!